ধরন | পাবলিক লিমিটেড কোম্পানি |
---|---|
শিল্প | ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা |
প্রতিষ্ঠাকাল | ২৬শে মার্চ, ১৯৭২ |
সদর দপ্তর | দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশ |
প্রধান ব্যক্তি | ডঃ খন্দকার বজলুল হক (চেয়ারম্যান) |
পণ্য | ফাইন্যান্স ও বীমা কনসুমার ব্যাঙ্কিং যৌথ ব্যাঙ্কিং ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং বিনিয়োগ ব্যবস্থাপন |
পরিসেবা | জাতি ও মানুষের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ |
নীট আয় | ৳ ২৬৪.৬ কোটি (US$ ৩৮.৩৫ মিলিয়ন) ২০০৮[১] |
কর্মীসংখ্যা | ১৩,২৬৯[২] |
ওয়েবসাইট | http://www.agranibank.org |
অগ্রণী ব্যাংক লিমিটেড বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ১৯৭২ সালের ২৬শে মার্চ বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশের মধ্য দিয়ে একটি রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়।[৩] পরবর্তীতে ২০০৭ সালের ১৭ই মে তা পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানে এই ব্যাংকের ১১টি পরিষদ্ অফিস, ২৫টি বিভাগের হেড অফিস[৪], ২৭টি কর্পোরেট সহ ৫৪টি আঞ্চলিক অফিস এবং ৪০টি অনুমোদিত পরিবেশক শাখা সহ ৮৭৩টি[৫] শাখা রয়েছে।
অগ্রণী ব্যাংকের কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে ১৩ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ যার প্রধান একজন চেয়ারম্যান। বর্তমানে (প্রেক্ষিত ২০১১) অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ডঃ খন্দকার বজলুল হক।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS