Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যাংক

অগ্রণী ব্যাংক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অগ্রণী ব্যাংক লিমিটেড
ধরনপাবলিক লিমিটেড কোম্পানি
শিল্পব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা
প্রতিষ্ঠাকাল২৬শে মার্চ, ১৯৭২
সদর দপ্তরদিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশ
প্রধান ব্যক্তিডঃ খন্দকার বজলুল হক (চেয়ারম্যান)
পণ্যফাইন্যান্স ও বীমা
কনসুমার ব্যাঙ্কিং
যৌথ ব্যাঙ্কিং
ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং
বিনিয়োগ ব্যবস্থাপন
পরিসেবাজাতি ও মানুষের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ
নীট আয়বৃদ্ধি ২৬৪.৬ কোটি (US$ ৩৮.৩৫ মিলিয়ন) ২০০৮[১]
কর্মীসংখ্যা১৩,২৬৯[২]
ওয়েবসাইটhttp://www.agranibank.org

অগ্রণী ব্যাংক লিমিটেড বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ১৯৭২ সালের ২৬শে মার্চ বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশের মধ্য দিয়ে একটি রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়।[৩] পরবর্তীতে ২০০৭ সালের ১৭ই মে তা পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানে এই ব্যাংকের ১১টি পরিষদ্ অফিস, ২৫টি বিভাগের হেড অফিস[৪], ২৭টি কর্পোরেট সহ ৫৪টি আঞ্চলিক অফিস এবং ৪০টি অনুমোদিত পরিবেশক শাখা সহ ৮৭৩টি[৫] শাখা রয়েছে।

অগ্রণী ব্যাংকের কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে ১৩ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ যার প্রধান একজন চেয়ারম্যান। বর্তমানে (প্রেক্ষিত ২০১১) অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ডঃ খন্দকার বজলুল হক।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ