গ্রাম আদালত কর্তৃক বিচার যোগ্য মামলা
(১) ফৌজদারী কার্য বিধি এবং দেওয়ানী কার্য বিধিতে যাহা কিছুই থাকুক না কেন তফসিলের প্রথম অংশে বর্ণিত বিষয়াবলী সম্পর্কিত ফৌজদারী মামলা এবং দ্বিতীয় অংশে বর্ণিত বিষয়াবলী সম্পর্কিত দেওয়ানী মামলা, অতঃপর ভিন্নর কমবিধান না থাকিলে, গ্রাম আদালত কর্তৃক বিচার যোগ্য হইবে এবং কোন ফৌজদারী বা দেওয়ানী আদালতের অনুরূপ কোন মামলা বা মোকদ্দমার বিচার করিবার এখতিয়ার থাকিবে না৷
(২) গ্রাম আদালত কর্তৃক তফসিলেরপ্ রথম অংশে বর্ণিত কোন অপরাধের সহিত সম্পর্কিত কোন মামলা বিচার্য হইবে না যদি উক্ত মামলায় আমল যোগ্য কোন অপরাধের দায়ে কোন ব্যক্তি দোষী সাব্যস্ত হইয়া ইতোপূর্বে গ্রাম আদলত কর্তৃক দণ্ড প্রাপ্ত হইয়া থাকেন, অথবা তফসিলের দ্বিতীয় অংশে বর্ণিত বিষয়াবলীর সহিত সম্পর্কিত কোন মামলা ও গ্রাম আদালত কর্তৃক বিচার্য হইবেনা, যদি-
(ক) উক্ত মামলায় কোন নাবালকের স্বার্থ জড়িত থাকে;
(খ) বিবাদের পক্ষগণের মধ্যে সম্পাদিত কোন চুক্তিতে সালিশের বা বিরোধ নিষ্পত্তির বিধান থাকে;
(গ) সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা কর্তব্য পালনরত কোন সরকারী কর্মচারী উক্ত বিবাদের কোন পক্ষ হয়৷
(৩) যে স্থাবর সম্পত্তির দখল অর্পন করিবার জন্য গ্রাম আদালত কর্তৃক আদেশ প্রদান করা হইয়াছে, ঐ স্থাবর সম্পত্তিতে স্বত্ব প্রতিষ্ঠা করিবার জন্য বা উহার দখল পুনরুদ্ধারের জন্য কোন মোকদ্দমা বা কার্যধারার ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধানাবলীপ্ রযোজ্য হইবে না৷
গ্রাম আদালত গঠনের আবেদন
(১) যে ক্ষেত্রে এই আইনের অধীন কোন মামলা গ্রাম আদালত কর্তৃক বিচার যোগ্য হয় সেই ক্ষেত্রে বিরোধের যে কোন পক্ষ উক্ত মামলা বিচারের নিমিত্ত গ্রাম আদালত গঠনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট, নির্ধারিত পদ্ধতিতে, আবেদন করিতে পারিবেন এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, লিখিত কারণ দর্শা ইয়া উক্ত আবেদন টি নাকচ না করিলে, নির্ধারিত পদ্ধতিতে, একটি গ্রাম আদালত গঠন করিবার উদ্যোগ গ্রহণ করিবেন৷
(২) উপ-ধারা (১) অধীন আবেদন নামঞ্জুরের আদেশ দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি আদেশের বিরুদ্ধে, নির্ধারিত পদ্ধতিতে ও নির্ধারিত সময়ের মধ্যে, এখতিয়ার সম্পন্ন সহকারী জজ আদালতে রিভিশন করিতে পারিবেন৷
গ্রামআদালতগঠন, ইত্যাদি
(১) একজন চেয়ারম্যান এবং উভয় পক্ষ কর্তৃক মনোনীত দুই জন করিয়া মোট চারজন সদস্য লইয়া গ্রাম আদালত গঠিত হইবেঃ
তবে শর্ত থাকে যে, প্রত্যেক পক্ষ কর্তৃক মনোনীত দুইজন সদস্যের মধ্যে একজন সদস্যকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য হইতে হইবে৷
(২) ইউনিয়নপরিষদেরচেয়ারম্যানগ্রামআদালতেরচেয়ারম্য্যনহইবেন, তবেযেক্ষেত্রেতিনিকোনকারণবশতঃচেয়ারম্যানহিসাবেদায়িত্বপালনকরিতেঅসমর্থহনকিংবাতাঁহারনিরপেক্ষতাসম্পর্কেকোনপক্ষকর্তৃকপ্রশ্নউত্থাপিতহয়সেইক্ষেত্রে, নির্ধারিতপদ্ধতিতে, উপ-ধারা(১) এউল্লিখিতসদস্যব্যতীতউক্তইউনিয়নপরিষদেরঅন্যকোনসদস্যগ্রামআদালতেরচেয়ারম্যানহইবেন৷
(৩) বিবাদেরকোনপক্ষেযদিএকাধিকব্যক্তিথাকেন, তবেচেয়ারম্যানউক্তপক্ষভুক্তব্যক্তিগণকেতাহাদেরপক্ষেরজন্যদুইজনসদস্যমনোনীতকরিতেআহ্বানজানাইবেনএবংযদিতাঁহারাঅনুরূপমনোনয়নদানেব্যর্থহনতবেতিনিউক্তব্যক্তিগণেরমধ্যেহইতেযেকোনএকজনকেসদস্যমনোনয়নকরিবারজন্যক্ষমতাপ্রদানকরিবেনএবংতদানুযায়ীঅনুরূপক্ষমতাপ্রাপ্তব্যক্তিসদস্যমনোনয়নকরিবেন৷
(৪) উপ-ধারা(১) এযাহাকিছুইথাকুকনাকেনবিবাদেরকোনপক্ষচেয়ারম্যানেরঅনুমতিলইয়াইউনিয়নপরিষদসদস্যেরপরিবর্তেঅন্যকোনব্যক্তিকেগ্রামআদালতেরসদস্যহিসাবেমনোনীতকরিতেপারিবে৷
(৫) এইধারারঅন্যান্যবিধানেযাহাকিছুইথাকুকনাকেন, যদিনির্ধারিতসময়েরমধ্যেসদস্যমনোনীতকরাসম্ভবনাহয়, তবেঅনুরূপসদস্যব্যতিরেকেইগ্রামআদালতগঠিতহইবেএবংউহাবৈধভাবেউহারকার্যক্রমচালাইতেপারিবে৷
গ্রামআদালতেরএখতিয়ার, ইত্যাদি
(১) যেইউনিয়নেঅপরাধসংঘটিতহইবেবামামলারকারণউদ্ভবহইবে, বিবাদেরপক্ষগণসাধারণতঃসেইইউনিয়নেরবাসিন্দাহইলে, উপ-ধারা(২) এরবিধানাবলীসাপেক্ষে, গ্রামআদালতগঠিতহইবেএবংউক্তরূপমামলারবিচারকরিবারএখতিয়ারসংশ্লিষ্টগ্রামআদালতেরথাকিবে৷
(২) যেইউনিয়নেঅপরাধসংঘটিতহইবেবামামলারকারণউদ্ভবহইবে, বিবাদেরএকপক্ষসেইইউনিয়নেরবাসিন্দাহইলেএবংঅপরপক্ষভিন্নইউনিয়নেরবাসিন্দাহইলে, যেইউনিয়নেরমধ্যেঅপরাধসংঘটিতহইবেবামামলারকারণউদ্ভবহইবে, সেইইউনিয়নেগ্রামআদালতগঠিতহইবে; তবেপক্ষগণইচ্ছাকরিলেনিজইউনিয়নহইতেপ্রতিনিধিমনোনীতকরিতেপারিবে৷
গ্রামআদালতেরক্ষমতা
(১) এইআইনেভিন্নরূপকোনবিধাননাথাকিলে, গ্রামআদালততফসিলেরপ্রথমঅংশেবর্ণিতঅপরাধসমূহেরক্ষেত্রেকোনব্যক্তিকেকেবলমাত্রঅনধিকপঁচিশহাজারটাকাক্ষতিপূরণপ্রদানেরআদেশপ্রদানকরিতেপারিবে৷
(২) গ্রামআদালততফসিলেরদ্বিতীয়অংশেবর্ণিতবিষয়াবলীরসহিতসম্পর্কিতকোনমামলায়অনুরূপবিষয়েতফসিলেউল্লিখিতপরিমাণঅর্থপ্রদানেরজন্যআদেশপ্রদানকরিতেবাসম্পত্তিরপ্রকৃতমালিককেসম্পত্তিবাউহারদখলপ্রত্যার্পণকরিবরাজন্যআদেশপ্রদানকরিতেপারিবে৷
গ্রামআদালতেরসিদ্ধান্তচূড়ান্তহওয়াওআপিল
(১) গ্রামআদালতেরসিদ্ধান্তসর্বসম্মতবাচার-এক(৪:১) সংখ্যাগরিষ্ঠভোটেবাচারজনসদস্যেরউপস্থিতিতেতিন-এক(৩:১) সংখ্যাগরিষ্ঠভোটেগৃহীতহইলেউক্তসিদ্ধান্তপক্ষগণেরউপরবাধ্যকরহইবেএবংএইআইনেরবিধানঅনুযায়ীকার্যকরহইবে৷
(২) গ্রামআদালাতেরসিদ্ধান্ততিন-দুই(৩:২) সংখ্যাগরিষ্ঠভোটেগৃহীতহইলে, সংক্ষুব্ধপক্ষ, উক্তসিদ্ধান্তগ্রহণেরত্রিশদিনেরমধ্যে, নির্ধারিতপদ্ধতিতে-
(ক) মামলাটিতফসিলেরপ্রথমঅংশেবর্ণিতকোনঅপরাধেরসহিতসম্পর্কিতহইলে, এখতিয়ারসম্পন্নপ্রথমশ্রেণীরম্যাজিস্ট্রেটআদালতেআপীলকরিতেপারিবে; এবং
(খ) মামলাটিতফসিলেরদ্বিতীয়অংশেবর্ণিতবিষয়াবলীরসহিতসম্পর্কিতহইলে, এখতিয়ারসম্পন্নসহকারীজজআদালতেআপীলকরিতেপারিবে৷
(৩) উপ-ধারা(২) এরঅধীনআপীলেরক্ষেত্রে, ক্ষেত্রমত, সংশ্লিষ্টপ্রথমশ্রেণীরম্যাজিস্ট্রেটআদালতবাসহকারীজজআদালতরেনিকটযদিসন্তোষজনকভাবেপ্রতীয়মানহয়যে, বিবেচ্যক্ষেত্রেগ্রামআদালতসুবিচারকরিতেব্যর্থহইয়াছে, তাহাহইলে, ক্ষেত্রমত, সংশ্লিষ্টপ্রথমশ্রেণীরম্যাজিস্ট্রেটআদালতবাসহকারীজজআদালতগ্রামআদালতেরউক্তসিদ্ধান্তবাতিলবাপরিবর্তনকরিতেপারিবেঅথবাপুনর্বিবেচনারজন্যমামলাটিগ্রামআদালতেরনিকটফেরতপাঠাইতেপারিবে৷
(৪) আপাততঃবলবত্অন্যকোনআইনেযাহাকিছুইথাকুকনাকেন, এইআইনেরবিধানাবলীঅনুযায়ীগ্রামআদালতকর্তৃককোনবিষয়েসিদ্ধান্তগৃহীতহইলেউহাঅন্যগ্রামআদালতসহঅন্যকোনআদালতেবিচার্যহইবেনা৷
গ্রামআদালতেরসিদ্ধান্তকার্যকরকরণ
(১) গ্রামআদালতকোনব্যক্তিকেক্ষতিপূরণপ্রদানেরজন্যঅথবাসম্পত্তিবাউহারদখলপ্রত্যার্পণকরিবারজন্যসিদ্ধান্তগ্রহণকরিলে, উক্তবিষয়েনির্ধারিতপদ্ধতিতে, আদেশপ্রদানকরিবেএবংতাহানির্দিষ্টরেজিস্টারেলিপিবদ্ধকরিবে৷
(২) গ্রামআদালতেরউপস্থিতিতেউহারসিদ্ধান্তঅনুযায়ীদাবীমিটানোবাবদকোনঅর্থপ্রদানকরাহইলেঅথবাকোনসম্পত্তিঅর্পণকরাহইলেগ্রামআদালত, ক্ষেত্রমত, উক্তঅর্থপ্রদনবাসম্পত্তিঅর্পণসংক্রান্ততথ্যউহাররেজিস্টারেলিপিবদ্ধকরিবে৷
(৩) যেক্ষেত্রেক্ষতিপূরণপ্রদানেরজন্যগ্রামআদালতকর্তৃকআদেশপ্রদানকরাহয়এবংনির্ধারিতসময়েরমধ্যেউক্তঅর্থপ্রদানকরানাহয়, সেই ক্ষেত্রে চেয়ারম্যান উহাইউনিয়ন পরিষদের বকেয়া কর আদায়ের পদ্ধতিতে Public Demands Recovery Act, 1913 (Act No. III of 1913) এর অধীনে আদায় করিয়া ক্ষতিগ্রস্ত পক্ষকে প্রদান করিবে৷
(৪) যে ক্ষেত্রে ক্ষতি পূরণ প্রদান না করিয়া অন্য কোন প্রকারে দাবী মিটান সম্ভব, সেই ক্ষেত্রে উক্ত সিদ্ধান্ত কার্যকর করিবার জন্য বিষয়াটি এখতিয়ার সম্পন্ন্ন সহকারী জজ আদালতে উপস্থাপন করিতে হইবে এবং অনুরূপ আদালত এই সিদ্ধান্ত কার্যকর করিবার জন্য এইরূপ ব্যবস্থা গ্রহণ করিবে যেন ঐ আদালত কর্তৃকই উক্ত সিদ্ধান্ত প্রদান করা হইয়াছে৷
(৫) গ্রাম আদালত উপযুক্ত মনে করিলে তত্কর্তৃক নির্ধারিত কিস্তিতে ক্ষতিপূরণের অর্থ প্রদানের নির্দেশ দিতে পারিবে৷
সাক্ষীকেসমনদেওয়া, ইত্যাদিরক্ষেত্রেগ্রামআদালতেরক্ষমতা
(১) গ্রাম আদালত যেকোন ব্যক্তিকে আদালতে হাজির হইতে এবং সাক্ষী দেওয়ার জন্য অথবা কোন দলিল দাখিল করিবার বা করাইবার জন্য সমন দিতে পারিবেঃ
তবে শর্ত থাকে যে-
(ক) দেওয়ানী কার্য বিধির ধারা ১৩৩ এর উপ-ধারা (১) এ যে ব্যক্তিকে স্ব-শরীরে আদালতে হাজির হইতে অব্যাহতি দেওয়া হইয়াছে তাহাকে ব্যক্তিগত ভাবে হাজির হইতে নির্দেশ দেওয়া যাইবে না;
(খ) গ্রাম আদালত যদি যুক্তি সংগত ভাবে মনে করে যে, অহেতুক বিলম্ব, খরচ বা অসুবিধা ব্যতীত কোন সাক্ষীকে হাজির করা সম্ভব নয়, তবে আদালত সেই সাক্ষীকে সমন দিতে বা সেই সাক্ষীর বিরুদ্ধে প্রদত্ত সমন কার্যকর করিতে অগ্রাহ্য করিতে পারিবে;
(গ) গ্রাম আদালতের এখতিয়ার বহির্ভূত এলাকায় বসবাস কারী কোন ব্যক্তির ভ্রমণ ও অন্যান্য খরচ নির্বাহ বাবদ, আদালতের বিবেচনা মতে, পর্যাপ্ত অর্থ তাহাকে প্রদানের জন্য আদালতে জমা দেওয়া না হইলে, গ্রাম আদালত ঐ ব্যক্তি কে সাক্ষ্য দেওয়ার জন্য অথবা কোন দলিল দাখিল করিবার বা করাইবার জন্য নির্দেশ প্রদান করিবে না;
(ঘ) গ্রাম আদালত রাষ্ট্রীয় বিষয়াবলী সম্পর্কিত কোন গোপনীয় দলিল বা অপ্রকাশিত সরকারী রেকর্ড দাখিল করিবার জন্য কোন ব্যক্তিকে নির্দেশ প্রদান করিবে না বা সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ব্যতীত অনুরূপ গোপনীয় দলিল বা অপ্রকাশিত সরকারী রেকর্ড হইতে আহরিত কোন সাক্ষ্য প্রদানের জন্য কোন ব্যক্তিকে নির্দেশ প্রদান করিবে না৷
(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর অধীনে জারীকৃত সমন ইচ্ছাপূর্বক অমান্য করিলে, গ্রাম আদালত অনুরূপ অমান্যতা আমল যোগ্য অপরাধ গণ্যে অভিযুক্ত ব্যক্তিকে, তাঁহার বক্তব্য পেশের সুযোগ প্রদান সাপেক্ষে, অনধিক পাঁচশত টাকা জরিমানা করিতে পারিবে৷
গ্রাম আদালতের অবমাননা
(১) কোনব্যক্তিআইনসংগতকারণব্যতীতযদি-
(ক) গ্রাম আদালত বা উহার কোন সদস্যকে আদালতের কার্যক্রম চলাকালে অশালীন কথা বার্তা, ভয় ভীতি প্রদর্শন, আক্রমনাত্মক বা অন্যবিধ আচরণ দ্বারা কোন প্রকার অপমান করেন; বা
(খ) গ্রাম আদালতের কার্যক্রমে কোনরূপ ব্যাঘাত সৃষ্টি করেন; বা
(গ) গ্রাম আদালতের আদেশ সত্ত্বেও, কোন দলিল দাখিল বা অর্পণ বা হস্তান্তর করিতে ব্যর্থ হন; বা
(ঘ) গ্রাম আদালতের যে প্রশ্নের জবাব দিতে তিনি বাধ্য, সেই রূপ কোন প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন; বা
(ঙ) সত্য কথা বলিবার শপথ গ্রহণ করিতে বা গ্রাম আদালতের নির্দেশ মোতাবেক তাহার প্রদত্ত জবান বন্দীতে স্বাক্ষর করিতে অস্বীকার করেন-
তাহা হইলে তিনি গ্রাম আদালত অবমাননার দায়ে অপরাধী হইবেন৷
(২) উপ-ধারা (১) এর অধীনকৃত অপরাধের ক্ষেত্রে, আদালতের নিকট কোন অভিযোগ পেশ করা না হইলেও, গ্রাম আদালত অনুরূপ অবমাননার দায়ে অভিযুক্ত বাক্তির বিচার করিতে পারিবে এবং তাহাকে অনধিক পাঁচশত টাকাম জরিমানা করিতে পারিবে৷
জরিমানা আদায়
(১) ধারা ১০ও১১ এর অধীন ধার্যকৃত জরিমানা পরিশোধ করা না হইলে গ্রাম আদালত সংশ্লিষ্ট তথ্যসহ উক্ত ধার্যকৃত জরিমানার পরিমাণ এবং উহা পরিশোধিত না হওয়ার বিষয় লিপিবদ্ধ করিয়া উহা আদায়ের জন্য এখতিয়ার সম্পন্ন্ন ম্যাজিস্ট্রেটের নিকট সুপারিশ করিবে৷
(২) উপ-ধারা (১) এর অধীন সুপারিশ প্রাপ্ত হইবার পর সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ফৌজদারী কার্যবিধির বিধান মোতাবেক উক্ত জরিমানা আদায় করিবার জন্য এইরূপ ব্যবস্থা গ্রহণ করিবেন যেন উহা তদ্কর্তৃক ধার্য হইয়াছে এবং অনুরূপ জরিমানা অনাদায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারাদন্ডের আদেশ প্রদান করিতে পারিবে৷
(৩) ধারা ১০, ১১ বা উপ-ধারা (২) এর অধীন আদায়কৃত সমস্ত জরিমানা ইউনিয়ন পরিষদের তহবিলে জমা হইবে৷
পদ্ধতি
(১) এই আইনে ভিন্ন রূপ কোন বিধান না থাকিলে, Evidence Act, 1872 (Act No. I of 1872), ফৌজদারী কার্যবিধি, এবং দেওয়ানী কার্যবিধির নিধানাবলী কোন গ্রাম আদালতে আনীত মামলায় প্রযোজ্য হইবে না৷
(২) গ্রাম আদালতে আনীত সকল মামলার ক্ষেত্রে Oaths Act, 1873 (Act No. X of 1873) এর sections 8, 9, 10 ও11 প্রযোজ্য হইবে৷
(৩) কোন সরকারী কর্মচারীর বিরুদ্ধে এই আইনের অধীন কোন মামলা দায়ের করা হইলে, তিনি যদি এই মর্মে আপত্তি উত্থাপন করেন যে, কথিত অপরাধতা হার সরকারী দায়িত্ব পালন কালে বা দায়িত্বপালনরত অবস্থায় সংঘটিত হইয়াছে, তাহা হইলে উক্ত অপরাধ বিচারের জন্য তাহার নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনের প্রয়োজন হইবে৷
আইন জীবী নিয়োগ নিষিদ্ধ
অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, গ্রাম আদালতে দায়ের কৃত কোন মামলা পরিচালনার জন্য কোন পক্ষ কোন আইনজীবী নিয়োগ করিতে পারিবেন না৷
সরকারীকর্মচারী, পর্দানশীলবৃদ্ধমহিলাএবংশারীরিকভাবেঅক্ষমব্যক্তিরপক্ষেপ্রতিনিধিত্ব
(১) আদালতের সম্মুখে উপস্থিত হইতে হইবে এমন কোন সরকারী কর্মচারী যদি তাহার উর্দ্ধতন কর্তৃপক্ষের সুপারিশসহ এই মর্মে আপত্তি উত্থাপন করেন যে, তাহার ব্যক্তিগত উপস্থিতির ফলে সরকারী দায়িত্বপালন ক্ষতিগ্রস্ত হইবে, তাহা হইলে আদালত তাহার নিকট হইতে যথাযথভাবে ক্ষমতা প্রাপ্ত কোন প্রতিনিধকে তাহার পক্ষে গ্রাম আদালতের সম্মুখে হাজির হইবার জন্য অনুমতি প্রদান করিতে পারিবে৷
(২) গ্রাম আদালতের সম্মুখে উপস্থিত হইতে হইবে এমন কোন পর্দান শীল বা বৃদ্ধ মহিলা এবং শারীরিক ভাবে অক্ষম ব্যক্তি আদালতে উপস্থিত হইয়া সাক্ষ্য প্রদান করিতে অসমর্থ হইলে আদালত তাহার নিকট হইতে যথাযথ ভাবে ক্ষমতা প্রাপ্ত কোন প্রতিনিধকে তাহার পক্ষে আদালতের সম্মুখে হাজির হইবার জন্য অনুমতি প্রদান করিতে পারিবে৷
(৩) উপ-ধারা (১) বা (২) এর অধীন নিযুক্ত কোন প্রতিনিধি কোনরূপ পারিশ্রমিক গ্রহণ করিতে পারিবেন না৷
কতিপয় মামলার স্থানান্তর
(১) যে ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট মনে করেন যে, তফসিলের ১ম অংশে বর্ণিত বিষয়াবলী সম্পর্কিত গ্রাম আদালতে বিচারাধীন কোন মামলার পরিস্থিতি এই রূপ যে জন স্বার্থে ও ন্যায় বিচারের স্বার্থে কোন ফৌজদারী আদালতে উহার বিচার হওয়া উচিত, সেই ক্ষেত্রে, এই আইনে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও, তিনি গ্রাম আদালত হইতে উক্ত মামলা প্রত্যাহার করিতে এবং বিচার ও নিষ্পত্তির জন্য উহা ফৌজদারী আদালতে প্রেরণের নির্দেশ দিতে পারিবেন৷
(২) কোন গ্রাম আদালত যদি মনে করে যে, উপ-ধারা (১) এ উল্লেখিত কোন বিষয় সম্পর্কিত গ্রাম আদালতে বিচারাধীন কোন মামলায় ন্যায় বিচারের স্বার্থে অপরাধীর শাস্তি হওয়া উচিত্, তাহা হইলে, উক্ত আদালত, মামলাটির বিচার ও নিষ্পত্তির জন্য উহা ফৌজদারী আদালতে প্রেরণের নির্দেশ দিতে পারিবে৷
পুলিশ কর্তৃকত দন্ত
এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন মামলার বিষয়বস্তু তফসিলের প্রথম অংশে বর্ণিত অপরাধ সম্পর্কিত হওয়ার কারণে পুলিশ সংশিষ্ট আমল যোগ্য মামলারত দন্তবন্ধ করিবে না; তবে যদি কোন ফৌজদারী আদালতে অনুরূপ কোন মামলা আনীত হয় তাহা হইলে, উক্ত আদালত উপযুক্ত মনে করিলে, মামলাটি এই আইনের বিধান মোতাবেক গঠিত কোন গ্রাম আদালতে প্রেরণের নির্দেশ দিতে পারিবে।
বিচারাধীন মামলা সমূহ
এই আইন মোতাবেক বিচার যোগ্য যে সকল মামলা এই আইন বলবত্ হইবার অব্যবহিত পূর্বে কোন দেওয়ানী বা ফৌজদারী আদালতে বিচারাধীন রহিয়াছে, উহাদের উপর এই আইন প্রযোজ্য হইবে না, এবং অনুরূপ মামলা অনুরূপ আদালত কর্তৃক এইরূপে মীমাংসা করা হইবে যেন এই আইন প্রণীত হয় নাই৷
অব্যাহতি দেওয়ার ক্ষমতা
সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন এলাকা বা এলাকা সমূহ বা যে কোন শ্রেণীর মামলা সমূহ বা যে কোন সম্প্রদায় কে এই আইনের সকল বা যে কোন বিধানের প্রয়োগ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে৷
বিধিমালা প্রণয়নের ক্ষমতা
এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে৷
রহিত করণ ও হেফাজত
(১) The Village Court Ordinance, 1976 (Ordinance No. LXI of 1976), অতঃপর রহিত অধ্যাদেশ বলিয়া উল্লেখিত, এতদ্দ্বারা রহিত করা হইল৷
(২) উক্তরূপ রহিত হওয়া সত্ত্বেও, রহিত অধ্যাদেশ এর অধীন-
(ক) বিচারাধীন মামলা সমূহের ক্ষেত্রে, মামলার সিদ্ধান্ত বাস্তবায়ন সহ, উহাদের নিষ্পত্তি এইরূপে নিষ্পন্ন হইবে, যেন এই আইন প্রণীত হয় নাই;
(খ) প্রণীত সকল বিধি, এই আইনের বিধানালীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে রহিত বা সংশোধিত নাহওয়া পর্যন্ত, কার্যকর থাকিবে৷
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস