হলদিয়া প্রাচীন মুসলিম বিজয় গাথাঁর একটি উল্লেখ যোগ্য ইতিহাস। কালের গর্ভে হারিয়ে যাওয়া হাজারো স্মৃতি ও কীর্তির মধ্য অতীতের গৌরভ গাতার স্মারক হয়ে যে কটি প্রাচীন ইতিহাসের অংশ উজ্জল স্বাক্ষী হয়ে রয়েছে রাউজান থানার - হলদিয়া '' তেমনি একটি নাম। মুসলমানদের চট্রগ্রাম বিজয়ী ইতিহাসের এক গুরুত্বপুর্ণ ও অনন্যা স্মূতি বহনকারী নাম - হলদিয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস